প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজার থেকে ঢেলের বাজার হয়ে চরভৈরবী লঞ্চঘাট পর্যন্ত বেড়িবাঁধ সড়ক হওয়া ছিলো হাইমচরবাসীর দীর্ঘদিনের দাবি। এ দাবির প্রেক্ষিতে এ সড়কটি নির্মিত হয়। ২০১৮ সালের ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির উদ্বোধন করেন।
বর্তমানে বেড়িবাঁধটির অনেক স্থান দেবে গিয়ে বাঁধ ভেঙ্গে গেছে। তাছাড়া সড়কের ছোট ছোট গর্তগুলো দিন দিন বড় হচ্ছে। বন্যা কবলিত এই এলাকার মানুষগুলো দীর্ঘদিন মেঘনা নদীর ভাঙ্গনের সাথে পরিচিত। তাই বেড়িবাঁধ ও সড়ক সংস্কার করা না হলে বন্যার সময় ঝুঁকির সম্ভাবনা থাকবে।
নদী ভাংতি ও বন্যা কবলিত মানুষসহ এলাকার সচেতন মহলের দাবি, যত দ্রুত সম্ভব বেড়িবাঁধটি মেরামত ও সড়কটি দ্রুত পুনঃমেরামত করা হোক।