প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে দুই সন্তানের জননীসহ দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ফারজানা আক্তার (২৬) নামে গৃহবধূ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামে এবং রুনা আক্তার ফাতেমা (১৭) এক তরুণী চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামে আত্মহনন করে। এ ঘটনায় চাঁদপুর সদর থানা ও ফরিদগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
জানা যায়, বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী ফারজানা রোববার গলায় ফাঁস দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফারজানার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সে দুই সন্তানের জননী ও দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন।
অপরদিকে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের বাবুল বরকন্দাজের মেয়ে রুমা আক্তার ফাতেমা (১৭) একইদিন রাতে আত্মহত্যা করে। সোমবার সকালে তার লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে দুপুরে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করেছে পুলিশ।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) বাহার মিয়া জানান, বালিথুবার ঘটনায় ওই গৃহবধূকে চাঁদপুরে নিয়ে যাওয়ায় চাঁদপুর সদর থানায় মামলা এবং আলোনিয়ার ঘটনার ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।