প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ০০:০০
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল গ্রামের মহিনউদ্দিন একজন সফল মৎস্য চাষী। অসচ্ছল পরিবারের সন্তান মহিন অভাব অনটনের টানাপোড়েনে ৯ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে আর অগ্রসর হতে পারেননি। সংসারের হাল ধরতে অর্থোপার্জনের জন্যে চলে যান প্রবাসে। কয়েক বছর পর ২০০৩ সালে দেশে ফিরে এসে মাছ চাষে মনোযোগী হন।
প্রায় ২ একরের জলাশয়ে শুরু করেন মাছ চাষ। বৎসরান্তে উৎপাদিত মাছ বিক্রি করে সন্তোষজনক মুনাফার মুখ দেখতে পান তিনি। এতে মাছ চাষে আরো আগ্রহ বেড়ে যায় তার। বার্ষিক ইজারা নিয়ে মাছ চাষে জলাশয়ের সংখ্যা বৃদ্ধি করতে থাকেন মহিন উদ্দিন। বর্তমানে উপজেলার বিভিন্ন অঞ্চলে রয়েছে তার ২৫টি মাছের খামার। এসব খামারে ভূমির পরিমাণ প্রায় ৭শ’ একর। ২০২০ সালে এই ২৫টি খামার থেকে বিভিন্ন প্রজাতির ৭ হাজার মেট্রিকটন মাছ উৎপাদন করতে সক্ষম হন তিনি। মাছ চাষে এ অভূতপূর্ব সফলতায় তার সুনাম-সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বদলে যায় তার উপার্জনের চাকা। তিনি হয়ে উঠেন একজন সফল মৎস্যচাষী। প্রতিদিন ২৫টি খামারে মাছ চাষে প্রায় ২২ মেট্রিকটন খাবার দেয়া হয়। মাছের পরিচর্যা ও খাবার দেয়ার কাজে বর্তমানে দু শতাধিক কর্মচারী নিয়োজিত আছে।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে চাঁদপুর জেলায় মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসাবে নির্বাচিত করা হয়। গত ২৯ আগস্ট জেলা প্রশাসক ও মৎস্য অধিদপ্তর কর্তৃক সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাসির উদ্দিন সরোয়ার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিতা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা ও কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেনেন্ট এম সাদিক হোসেনসহ মৎস্য উদ্যোক্তারা।
মহিন উদ্দিন জানান, কঠোর প্ররিশ্রম, দৃঢ় প্রতিজ্ঞা আর মনোবলে অটুট থাকায় আমি আজকের এ অবস্থানে এসেছি। মাছ চাষ করে বেকারদের কর্মসংস্থান ও পরিবারের চাহিদা মিটানোসহ সমাজের গরীব-দুঃস্থদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে পারায় আমি খুবই তৃপ্তিবোধ করছি। আমার দেখাদেখি আরো অনেকে মাছ চাষ শুরু করে স্বাবলম্বী হয়েছে।