প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ০০:০০
১৫ আগস্টে নিহত ও ভাষাবীর এমএ ওয়াদুদ স্মরণে জেলা আওয়ামী লীগের দোয়ানুষ্ঠান
১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ সকল নিহত, ভাষাবীর এমএ ওয়াদুদ, সম্প্রতি চাঁদপুর জেলায় প্রয়াত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং করোনায় মারা যাওয়া ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় গতকাল ৩০ আগস্ট সোমবার বাদ এশা শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির এমপির চাঁদপুর শহরস্থ বাসভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। একই সাথে অসুস্থ বিভিন্ন পর্যায়ের নেতাদেরও সুস্থতা কামনায় দোয়া করা হয়। চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
|আরো খবর
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী, সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আলী আরশাদ মিজি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, জেলা মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সদস্য অ্যাডঃ বদরুজ্জামান কিরণ, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হেলাল হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন হাফেজ আব্দুল কাদের। দোয়া ও মোনাজাত করেন ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব মুফতি মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠান উপলক্ষে কোরআন খতম করা হয়।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীর সহধর্মিণী, জেলা আওয়ামী লীগ নেতা ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী, আবুল কাশেম কন্ট্রাক্টর, অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, খালেদুর রহমান মিঠু, আওয়ামী লীগ নেত্রী শেফালীসহ অসুস্থ সকল নেতার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।