শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ০০:০০

বাবুরহাটে দিনে-দুপুরে ‘বিকাশে’র দোকানে চুরি
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বাজারে দিনে-দুপুরে বিকাশের দোকানে চুরির ঘটনা ঘটেছে। রোববার সকাল ১১টায় বাবুরহাট-মতলব রোডে এ ঘটনা ঘটে। দিনে-দুপুরে এমন ঘটনা ঘটায় আতঙ্কে বাবুরহাট বাজার ব্যবসায়ীরা।

জানা যায়, বাবুরহাট-মতলব রোডে মোবাইল এক্সেসরিজ, রিচার্জ ও বিকাশের দোকান ‘মোবাইল পয়েন্টে’ সকাল ১১টায় চোরের দল কৌশলে দোকানে ঢুকে একলাখ টাকা নিয়ে চলে যায়।

দোকানের স্বত্বাধিকারী মোঃ মামুন মাল জানান, সকালে বাড়ি থেকে নাস্তা করে না আসায়, দোকান খুলে ঝাড়ু দিয়ে দোকান পরিষ্কার করে, দোকানে মোবাইল ও নগদ একলাখ টাকা রেখে আবার দোকানের ঝাঁপ লাগিয়ে পাশের দোকানে নাস্তা করে পানি আনতে যান। এর জন্যে তার দশ থেকে পনের মিনিট সময় লেগেছিল বলে তিনি জানান। এরই ফাঁকে চোরের দল সুকৌশলে দোকানের তালা না ভেঙ্গে ঝাঁপের মধ্যে লাগানো ‘কড়া’ খুলে দোকানে রাখা এক লাখ টাকার একটি বাণ্ডিল নিয়ে চলে যায়। মামুন মাল জানান, একই স্থানে তার আরও দুটি দামী অ্যান্ড্রয়েড ফোন ছিল। চোরদল মোবাইল না নিয়ে শুধু নগদ টাকা নিয়ে চলে যায়। বিষয়টি খুব দ্রুত বাবুরহাট বাজারে ছড়িয়ে পড়ে এবং দিনে-দুপুরে এমন ঘটনায় সকলের মাঝে আতঙ্কও ছড়িয়ে পড়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়