শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ০০:০০

রোগের উপশম না হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

কচুয়ায় সুমাইয়া আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। খবর পেয়ে শনিবার রাতেই কচুয়া থানার এসআই আব্দুর রাজ্জাক লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে বিতারা ইউনিয়নের যোগিচাপুর বেপারী বাড়ির শহিদউল্লার মেয়ে।

সুমাইয়ার পিতা শহীদউল্লাহ চাঁদপুর কণ্ঠকে জানান, সুমাইয়া তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। ৫ মেয়ে ও ১ ছেলের মধ্যে সে দ্বিতীয়। অভাবের সংসারে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করেন তিনি। তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন।

তিনি আরো জানান, স্ত্রী রহিমা বেগম একটি গার্মেন্টেসে কাজ করেন। ৪ মেয়ে ও ১ ছেলে আমার মায়ের কাছে থেকে লেখাপড়া করে আসছিলো। প্রতি শুক্রবার বাড়িতে এসে তাদের দেখাশোনা করেন তিনি।

তিনি জানান, তিন মাস পূর্বে পেটে ব্যথা অনুভব করে সুমাইয়া। পরে তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চিকিৎসক দেখাই। রোগের উপশম না হওয়ায় রাগে-অভিমানে শনিবার রাতে সুমাইয়া সবার অগোচরে নিজ ঘরে বৈদ্যুতিক পাখার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়রা জানান, অসুস্থ সুমাইয়ার পরিবার তার সুচিকিৎসা করাতে না পারায় অভাব-অনটনের সংসারে অভিমান করে সে আত্মহত্যার পথ বেছে নেয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের জন্যে লাশ চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়