প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০
চান্দ্রা মদনায় নববিবাহিতার আত্মহত্যা
শ্বশুর বাড়িতে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে রজনী আক্তার নামে নববিবাহিতা এক নারী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ৯ মার্চ শনিবার রাতে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মধ্য মদনা গ্রামে। খবর পেয়ে ঘটনার রাতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেছে।
ময়না তদন্ত শেষে রোববার দুপুরে নিহতের মরদহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহত রজনী মধ্য মদনা গ্রামের বাবুল পাটোয়ারীর মেয়ে এবং একই গ্রামের পাশের বাড়ির প্রবাসী আকবর ঢালীর স্ত্রী।
এলাকা সূত্রে জানা যায়, মেয়েটির আরেক জনের সাথে প্রেম ছিলো। তার অমতে বাবা-মা দুমাস আগে তাকে একই এলাকার প্রবাসী ছেলের সাথে বিয়ে দেয়। পূর্বের প্রেমের বিষয়টি শ্বশুর বাড়ির লোকজনও জানতো। এ নিয়ে বিরোধ ও অভিমান থেকে সে এ ঘটনা ঘটায়।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম জানান, মেয়েটির লাশের সুরতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত শেষে মরদেহ আইনগত প্রক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।