প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০
রেলওয়ে কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বিদ্যালয়টির ঐতিহ্য ও গৌরব ধরে রাখতে হবে
--------------------------আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী
রেলওয়ে কিন্ডারগার্টেন, চাঁদপুর-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল ১০ মার্চ রোববার বিকেল ৩টায় চাঁদপুর শহরের বকুলতলা রোডস্থ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান রোটাঃ আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী বলেছেন, সুশিক্ষা ও ভালো মানুষ হওয়ার ভিত্তিমূলক স্তর হচ্ছে শিশু বিদ্যালয়। আর এই স্তরে শিক্ষার মান ধরে রাখার ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেনসহ শিশু বিদ্যালয়গুলো বলিষ্ঠ ভূমিকা রাখছে। রেলওয়ে কিন্ডারগার্টেন চাঁদপুর-এর চারপাশে বিত্তহীন পরিবারের খেটে খাওয়াসহ পরিশ্রমী জনগোষ্ঠীর বেশি বসবাস। তাদের সন্তানরা এখানে পড়ে। তাই আমরা যারা জনপ্রতিনিধি ও সমাজসেবায় জড়িত আমাদেরকে বিদ্যালয়টির পাশে এগিয়ে আসতে হবে। এছাড়া ব্যবস্থাপনা কমিটি ও সকল শিক্ষকের সমন্বয়ে এই কিন্ডারগার্টেনের ঐতিহ্য ও গৌরব ধরে রাখতে হবে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোটাঃ আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশারের সভাপ্রধানে সংবর্ধিত অতিথি ছিলেন রেলওয়ে কিন্ডারগার্টেনের প্রাক্তন ছাত্র, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মিরপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান মোহাম্মদ ওমর ফারুক। তাঁকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান রোটাঃ আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। আর কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম মাল্যভূষিত করেন।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, চাঁদপুর বিতর্ক একাডেমির অধ্যক্ষ রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা ও অগ্রণী ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত এজিএম বীর মুক্তিযোদ্ধা রোটাঃ মোঃ মহসীন পাঠান।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাহমুদা খানম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজী শাহাদাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক। উপস্থিত ছিলেন সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম হোসেন টিটু ও সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাসসহ আরো অনেকে।
নৃত্য পরিবেশন, যেমন খুশি তেমন সাজো, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে খেলা শেষে সকল ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি রোটাঃ কাজী শাহাদাত ও উপাধ্যক্ষ মোসাঃ রুবিনা মরিয়ম। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এডিশনাল পিপি অ্যাডভোকেট দেবাশীষ কর মধু ও সেলিম রেজাসহ অন্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেলওয়ে কিন্ডারগার্টেনের ৪০ বছর পূর্তি উৎসবের আহ্বায়ক রোটাঃ শাহেদুল হক মোর্শেদ।