প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অভিনন্দন
৪২তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় মৌলভীবাজারে অনুষ্ঠিত খেলায় চাঁদপুর জেলা ক্রিকেট দল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান এবং জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার সাইফুল ইসলাম সহ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
রোববার মৌলভীবাজারে অনুষ্ঠিত ট্রায়াল-১-এর গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে শরীয়তপুর জেলাকে ৪৩ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন চাঁদপুর দলটি কক্সবাজারে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশ নিবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ৮ বিভাগেই দেশের ৬৪ জেলার ক্রিকেট দলের খেলাগুলো অনুষ্ঠিত হয়।