শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০

হাড্ডাহাড্ডি লড়াই

রাজারগাঁও ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান হলেন মফিজুর রহমান

কামরুজ্জামান টুটুল ॥
রাজারগাঁও ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান হলেন মফিজুর রহমান

হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী মোঃ মফিজুর রহমান চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৯ মার্চ শনিবার অনুষ্ঠিত উক্ত নির্বাচনে তিনি পেয়েছেন ৩ হাজার ১৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রফিক পাটোওয়ারী আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৭ ভোট। মোঃ মফিজুর রহমান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১১৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। আগামী দুই বছরের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া স্ট্রোক করে মারা যাওয়ার কারণে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৬০টি বুথে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি এবং পুরুষ ভোটারের চেয়ে নারীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ১১জন প্রার্থী অংশগ্রহণ করেন।

অন্য প্রার্থীদের মধ্যে আলহাজ্ব মোঃ মিজানুর রহমান তালুকদার টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৫৬ ভোট, মোহাম্মদ আক্তার হোসেন দু’টি পাতা প্রতীকে ৫৩ ভোট, মোঃ আনোয়ার হোসেন অটোরিকশা প্রতীকে ২২ ভোট, মোঃ আবুল কালাম টেলিফোন প্রতীকে ২৭ ভোট, মোঃ মনির হোসেন পাটওয়ারী ঢোল প্রতীকে পেয়েছেন ৯৩ ভোট, মোঃ শাহজাহান মিয়া মোটরসাইকেল প্রতীকে ৪৫৪ ভোট, মোঃ সিদ্দিকুর রহমান রজনীগন্ধা প্রতীকে ৯৬৫ ভোট ও হাজী মোঃ আবুল কালাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৯১০ ভোট। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক হোছাইন ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, এ নির্বাচনে ২১ হাজার ৪২৪ ভোটের মধ্যে ১১ হাজার ৫৫ ভোট সংগৃহীত হয়। এর মধ্যে ১৪৩ ভোট বাতিল ও ১০ হাজার ৯১২ ভোট বৈধ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়