শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০

জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

অবৈধ সরকারের আমলে কোনো জিনিসপত্রের দাম কমেনি

------শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার ॥
অবৈধ সরকারের আমলে কোনো জিনিসপত্রের দাম কমেনি

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ১২ তারিখ থেকে রোজা আরম্ভ হবে। অথচ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। অবৈধ সরকারের আমলে কোনো জিনিসপত্রের দাম কমেনি। সরকার মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিদ্যুৎ-জ্বালানি-গ্যাসের দাম বাড়িয়েছে। শনিবার (৯ মার্চ) সকালে চাঁদপুর শহরে বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় তিনি এ মন্তব্য করেন।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ২০০৬ সালে কাঁচা তরি-তরকারির দাম কত ছিলো আর এখন কত? বেগুনের কেজি ৮০ টাকা, কচুমুখি ১০০ টাকা কেজিতে কিনতে হচ্ছে। মাছ, মাংস, ডাল, চিনি এমনকি শাকসবজির দামও অস্বাভাবিক। অথচ সরকারের মন্ত্রীরা মিডিয়ার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের কথা বলছে। কোনো দ্রব্যের দাম কি কমেছে? এজন্যে দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমরা যতোদিন পর্যন্ত এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করাতে না পারবো ততোদিন পর্যন্ত জনগণকে সাথে নিয়ে মাঠে থাকবো। আমাদের এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে হয়েছে। আগামীতেও আমাদের কর্মসূচি ইউনিয়নে ইউনিয়নে দেয়া হবে। সেই কর্মসূচিগুলো সফল করার লক্ষ্যে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপি ঘোষিত ‘বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ এদিন সকাল সাড়ে দশটায় শহরের চিত্রলেখা মোড় হতে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড় পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, হাজী মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ শামসুল ইসলাম মন্টু, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ কোহিনুর আক্তার, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি, কৃষক দল সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিব ভূঁইয়া, তাঁতি দলের আহ্বায়ক আলী আহমদ কমিশনার, সদস্য সচিব মজিবুর রহমান লিটন, মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়