শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০

মতলব দক্ষিণে মতবিনিময় সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি

মতলব দক্ষিণ উপজেলাকে সিঙ্গাপুরের আদলে সাজানো হবে

রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলব দক্ষিণ উপজেলাকে সিঙ্গাপুরের আদলে সাজানো হবে

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাধীনতা পদকপ্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেন, ডিজিটাল বাংলাদেশকে এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে হবে। আমাদের সকলকে স্মার্ট মতলব গঠনে কাজ করতে হবে। এ উপজেলাকে সিঙ্গাপুরের আদলে সাজানো হবে। এখানে আপনারা যারা অভিভাবক রয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনার সন্তানরা কোথায় যায়, কী করে, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। এই উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে আমার অবস্থান জিরো টলারেন্স। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় রূপান্তরিত করার জন্য আমার চেষ্টা থাকবে। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি করা হয়েছে। সে বিষয়ে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সমন্বয় করে কোন স্থানে ফাঁড়ি নির্মাণ করলে উপকারে আসবে সেটি নির্ধারণ করবেন।

৯ মার্চ শনিবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, আসন্ন রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে অংশীজনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক ও মতলব পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদলের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, থানার অফিসার ইনচার্জ রিপন বালা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ মোঃ মহিবুল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক কামাল হোসেন দেওয়ান প্রমুখ।

পবিত্র কোরআন তেলোয়াত করেন উপজেলা মসজিদের মোয়াজ্জিন মাওলানা মোজাম্মেল হক, গীতা পাঠ করেন নিমাই চন্দ্র ঘোষ।

মতবিনিময় সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। মতবিনিময় শেষে উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় মতলব দক্ষিণ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়