শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০

দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্কের জয়যাত্রা পর্ব সম্পন্ন

পাঁচটি বিভাগে জেলার ২০টি দল সেমি-ফাইনালে

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
পাঁচটি বিভাগে জেলার ২০টি দল সেমি-ফাইনালে

গতকাল (৯ মার্চ ২০২৪) শনিবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তন ও চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নূরুর রহমান কনফারেন্স হলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা-২০২০ (বাস্তবায়ন ২০২৩-২০২৪)-এর জয়যাত্রা (কোয়ার্টার ফাইনাল) পর্ব সম্পন্ন হয়েছে। বাংলা সনাতনী ধারায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ৪টি করে ১২টি দল, ইংরেজি সনাতনী ধারায় ৪টি দল ও সংসদীয় ধারায় ৪টি দলসহ পাঁচটি গ্রুপে মোট ২০টি দল ১১ মে অনুষ্ঠিতব্য (সেমি-ফাইনাল) পর্বে উন্নীত হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত ১১টি বিতর্ক সভায় ২২টি বিতর্ক দল অংশ নেয়। তারপর প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী। সভাপ্রধান ছিলেন চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সভাপতি কাজী শাহাদাত ও সঞ্চালক ছিলেন চাঁদপুর বিতর্ক একাডেমির উপাধ্যক্ষ রাসেল হাসান। বিচারকদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ আবুল কালাম, অধ্যাপক মোঃ জাকির হোসেন প্রমুখ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন শরীফুল ইসলামসহ আরো ক’জন।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চাঁদপুর বিতর্ক একাডেমির অধ্যক্ষ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ, বঙ্গবন্ধু লেখক পরিষদের জেলা সভাপতি সামীম আহমেদ খান, সিকেডিএফ চাঁদপুর সদর সভাপতি মোঃ মাসুদুর রহমান, সিকেডিএফের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সিডিএমণ্ডএর সাবেক সভাপতি হাবিবুর রহমান পাটওয়ারী, মুক্তা পীযূষ, অধ্যাপক কাজী নাছির, অধ্যাপক মোঃ আবুল কালাম, অধ্যাপক মোঃ জাকির হোসেন, অধ্যাপক রাধেশ্যাম কুরী, মোঃ শাহ আলম, উজ্জ্বল হোসাইন, মোঃ হানিফ, রাসেল হাসান প্রমুখ। মডারেটর ছিলেন সিকেডিএফ চাঁদপুর সদরের সাংগঠনিক সম্পাদক কাজী আজিজুল হাকিম নাহিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁদপুর সদর উপজেলা সিকেডিএফ সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ৯টি বিতর্ক সভা। এতে ১৮টি দলের মধ্যে ১৭টি দল অংশ নেয়। সবশেষে ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সভাপ্রধানে ও সিকেডিএফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত। স্বাগত বক্তব্য রাখেন কাজী শাহাদাত। বিচারকদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক কাজী নাছির, অধ্যাপক হাবিবুর রহমান পাটওয়ারী, রাসেল হাসান প্রমুখ। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, অধ্যাপক মোঃ আঃ কাদের প্রমুখ।

মাধ্যমিক পর্যায়ে বাংলা সনাতনী ধারায় প্রাপ্ত নম্বরসহ বিজয়ী দলগুলো হচ্ছে : শাহরাস্তি ন্যাশনাল ভিক্টোরী স্কুল এন্ড কলেজ (২৬৯), বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ (২৬৭), মেহার উচ্চ বিদ্যালয় (২৪৮), শাহরাস্তি এবং বাবুরহাট হাইস্কুল এন্ড কলেজ, চাঁদপুর সদর (২৪২.৫)। প্রাথমিক পর্যায়ে বাংলা সনাতনী ধারায় প্রাপ্ত নম্বরসহ বিজয়ী দলগুলো হচ্ছে : ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরাণবাজার, চাঁদপুর (২৪৭), ১৫৫নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতলব দক্ষিণ (২৩৭), ইকরা মডেল একাডেমি, ফরিদগঞ্জ (২৩৭) ও হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৩৬.৫)। বাংলা সনাতনী ধারার প্রাপ্ত নম্বরসহ বিজয়ী কলেজ দলগুলো হচ্ছে : চাঁদপুর মেডিকেল কলেজ (২৮৭.৫), মেহের ডিগ্রি কলেজ (২৫১.৫), চাঁদপুর সরকারি মহিলা কলেজ (২৪৮.৫) ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ (২৪৪)।

ইংরেজি সনাতনী ধারায় প্রাপ্ত নম্বরসহ বিজয়ী দলগুলো হচ্ছে : মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (২৮৩.৫), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুর (২৭৮), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, বাবুরহাট (২৩২.৫) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ (২২০.৫)।

সংসদীয় ধারায় প্রাপ্ত নম্বরসহ বিজয়ী দলগুলো হচ্ছে : চাঁদপুর সরকারি কলেজ উন্মেষ দল (২৩৯), পুরাণবাজার ডিগ্রি কলেজ (২৩১), চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (২৩০) ও চাঁদপুর সরকারি কলেজ উচ্ছ্বাস দল (২১৪)।

উপরোল্লিখিত বিজয়ী ২০টি দল ৫টি গ্রুপে আগামী ১১ মে শনিবার সকাল ৯টায় চাঁদপুর প্রেসক্লাব ও রোটারী ভবন মিলনায়তনে দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্কের জয়ধ্বনি (সেমি-ফাইনাল) পর্বে অংশ নেবে। ওইদিন বিজয়ী ১০টি দল ৫টি বিভাগে বা গ্রুপে জেলায় চ্যাম্পিয়নশীপ অর্জনের জন্যে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৮জুন ২০২৪ শনিবার উল্লাস (ফাইনাল) পর্বে অংশ নেবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়