শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:০০

নারীদের পেছনে রেখে সমাজ কখনও অগ্রসর হতে পারবে না

-----পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল

অনলাইন ডেস্ক
নারীদের পেছনে রেখে সমাজ কখনও অগ্রসর হতে পারবে না

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বদলাও ইয়ুথ অ্যান্ড উইমেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত বাটারফ্লাই উইমেন অ্যাওয়ার্ড-২০২৪ গতকাল বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ফারহানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনির হোসেন, ইউথ ফোরাম বাংলাদেশের কোঅর্ডিনেটর অ্যাডঃ আলেয়া বেগম লাকি, ই-বাইউস ডেইরি ফার্ম সিইও কুরসিয়া বেগম সিমা, বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের মহাসচিব তৌফিক মাহমুদ ও প্রমিস ডেলিভারি লিমিটেডের সিইও আব্দুর রহমান রিজভী।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, নারীদের পেছনে রেখে সমাজ কখনও অগ্রসর হতে পারবে না। আপনারা জানেন, একজন মাকে পৃথিবীর সবচেয়ে ভালো ম্যানেজার বলা হয়। একজন মাকে সংসার চালানোর জন্য মাসিক পাঁচ হাজার টাকা দিলেও তিনি সুন্দরভাবে সংসার চালিয়ে নেন। কিন্তু একজন একজন বাবাকে সংসার চালানোর জন্য ১০ হাজার টাকা দিলেও মাসের মাঝামাঝিতে সংসারে হাহাকার হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের বিভিন্ন সহায়তার পাশাপাশি উদ্যোক্তা তৈরি করে সমাজে মাথা তুলে দাঁড়াবার স্বীকৃতি দিয়েছেন। তিনি সবসময়ই বোঝাতে চেয়েছেন, নারীরাও পারে। বর্তমান সমাজে নারীরা সব কাজে এগিয়ে। যদি বড় কিছু হতে চান, আপনাদের ঝুঁকি নিতে হবে। আমার মনে হয়, আমাদের চাঁদপুরে যেসব উদ্যোক্তা আছেন, তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আপনাদের বক্তব্যে আমি খুব অনুপ্রাণিত।

চাঁদপুরে নারীদের উদ্যোক্তাদের জন্য প্রেসক্লাবের পেছনে সপ্তাহে একদিন উদ্যোক্তাদের মিলনমেলা তথা উদ্যোক্তাদের প্রোডাক্ট প্রচারের ব্যবস্থা করা যেতে পারে।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইয়ুথ ফোরামের সদস্য নাজমুস শাহরিয়ার গালিব শামি। গীতা পাঠ করেন অনুরাধা দাস।

উদ্যোক্তাদের মধ্যে জীবনের গল্প বলেন ফরিদগঞ্জের রাবেয়া আক্তার, সভাপতি, অনন্যা নারী কল্যাণ সংঘ; নারী উদ্যোক্তা বাপ্পি রায়, পূর্ণিমা রায়, লিপি রহমান, সোমা, নাসরিন আক্তার, তানজিনা হক, মাহমুদা আক্তার, আমেনা বারি প্রমুখ।

আলোচনা পর্বে শুরুতে বক্তব্য রাখেন ইয়ূথ ফোরামের কো-অর্ডিনেটর অ্যাডঃ আলা বেগম লাকি, তৌফিক মাহমুদ, মহাসচিব, বদলাও ইয়ুথ ফাউন্ডেশন; কুরসিয়া বেগম সিমা, ই-বাইউস ডেইরি ফার্ম; আব্দুর রহমান রিজভী, সিইও, প্রমিস ডেলিভারি লিমিটেড; সভাপতি, বদলাও ইয়ুথ ফাউন্ডেশন; মোঃ মনির হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার, চাঁদপুর।

আলোচনা পর্ব শেষে চাঁদপুরের ২৫ উদ্যোক্তাকে সম্মানিত করা হয়। তাঁরা হলেন মাহমুদা আক্তার, ফাউন্ডার, আর্চারী; শিরিন জাহান খুশবু, ফাউন্ডার, ডেলিজিয়াস ফুড বাই খুশবু; আমেনা বারি মৌসুমী, ফাউন্ডার, ফুড ফিউশন; নাহের সোমা, ফাউন্ডার, ইউর চয়েজ; লিপি রহমান, ফাউন্ডার, ডাইন উইথ লিপি; রাবেয়া আক্তার, ফাউন্ডার, অনন্যা যুব কল্যাণ সংস্থা; ফারজানা আক্তার, ফাউন্ডার, উফলি অয়ালি; পিংকি সাহা, ফাউন্ডার, সাহাস কিচেন; মুশরাত মুন্নি, ফাউন্ডার, ফেব্রিক্স হাউজ; আসফিয়া জাহান, ফাউন্ডার, আস্ফিসিয়াস; জেসমিন আক্তার নাসরিন, ফাউন্ডার, গৃহাঙ্গন; খাদিজা তাসমিন, ফাউন্ডার এন্ড সভাপতি, প্রজ্জলন; নাসিম আক্তার ইমু, ফাউন্ডার, ফ্যাশন ফ্লোরা বাই ইমু; মুস্কান নূর, ফাউন্ডার, টেস্টি বাইট পার্টি সেন্টার; নুসরাত জাহান, ফাউন্ডার, নুসরাত বিডি, তানজিনা আফরোজ তৃষ্ণা, ফাউন্ডার, আফরোজা কিচেন; পূর্ণিমা রায়, পূর্ণি ইয়ার্ড; সোমা, ফাউন্ডার, টিপটপ বিউটি পার্লার; শায়লা শওকত, ফাউন্ডার, মায়ের হাতের পিঠা; অ্যাডভোকেট আলেয়া বেগম লাকি, কো-অর্ডিনেটর, ইয়ুথ ফোরাম; নাছিমা আক্তার, উপ-পরিচালক (অঃদাঃ), মহিলা বিষয়ক অধিদপ্তর, চাঁদপুর; সাদিয়া আফরিন, ফাউন্ডার, ফুড গ্লুটুন, মতলব; ফারজানা ইসলাম তৃষ্ণা, প্রতিষ্ঠাতা এবং সিইও, তৃণা ক্লোথিং স্টোর; ফারিয়া আলম, ফাউন্ডার, লেডি রিফ্লেকশন বাই বৃষ্টি; কুরশিয়া বেগম সিমা, প্রোপ্রাইটর, ইবাইটস ডেরি ফার্ম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়