শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:০০

চাঁদপুরে তাবলীগ জামাতের জেলা ইজতেমায় হাজার হাজার মুসল্লির জুমার নামাজ আদায়

মিজানুর রহমান ॥
চাঁদপুরে তাবলীগ জামাতের জেলা ইজতেমায় হাজার হাজার মুসল্লির জুমার নামাজ আদায়

চাঁদপুর শহরের পুরাণবাজার স্টার আলকায়েদ জুট মিল সম্মুখ পূর্ব শ্রীরামদী বালুর মাঠে শুরু হওয়া তিন দিনব্যাপী জেলা ইজতেমার আজ শনিবার সমাপনী দিন। সকাল এগারোটায় বয়ানের পর মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের প্রধান মুরুব্বী সৈয়দ ওয়াসিবুল ইসলাম।

গতকাল শুক্রবার জেলা ইজতেমার দ্বিতীয় দিন হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। বিশাল এই জামাতের ইমামতি করেন চাঁদপুর জেলা তাবলীগের প্রধান মুরুব্বী চাঁদপুর বাসস্ট্যান্ড গোর-এ গরিবাঁ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুর রশিদ। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়। এরপর বয়ান করেন মরক্কো থেকে আগত মেহমান।

চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, ব্যবসায়ী আলহাজ্ব সিরাজুল ইসলাম খান, জেলা তাবলীগ জামাতের হাজী আরিফ উল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান, মোঃ আব্দুল্লাহসহ মুরুব্বিগণ ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

প্রতি বছরের মতো এবারও এ ইজতেমার আয়োজন করে জেলা তাবলিগ জামায়াত এক পক্ষ। বৃহস্পতিবার (৭ মার্চ) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। তিনদিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমায় ভোর রাত থেকেই বিপুল সংখ্যক মুসল্লির আগমন ঘটে। আজ শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

চাঁদপুর জেলা ইজতেমার প্রধান মুরুব্বি মাওঃ আব্দুর রশিদ জানান, জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে চাঁদপুরে এ আয়োজন করা হয়। বৃহস্পতিবার ফজর নামাজ পড়ে শুরু হয় বয়ান। ঈমানের উপর আল্লাহর একত্ববাদ এবং রাসুল পাক (সাঃ)-এর রেসালাত, আখলাক, আখেরাতের আলোচনা করা হয়। জেলা ইজতেমায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলংকা, মরক্কো ও ভারত থেকে আসা মেহমানরা অংশগ্রহণ করেন। এছাড়া বাহরাইন ও চীনের মেহমানরা দুদিন আগেই সফর করে গেছেন। তিনি এ আয়োজনে সহযোগিতা করার জন্যে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রের প্রতি ধন্যবাদ জানান।

এদিকে ইজতেমা ময়দানে নিরাপত্তার জন্যে পুলিশ সুপারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়