প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:০০
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারী সমাজকে এগিয়ে যেতে হবে
--------জেলা প্রশাসক কামরুল হাসান
‘নারীর সমাধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’-এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে গতকাল ৮ মার্চ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এদিন সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক), নির্বাহী প্রকৌশলী এলজিইডি ও এসডিএফ জেলা অফিস, চাঁদপুরের নারী নেতৃবৃন্দ ও সদস্যরা র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদসহ জেলা পর্যায়ের নারী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা চাঁদপুরের চেয়ারম্যান মাসুদা নূর খান, চাঁদপুর পৌরসভার জেন্ডার কমিটির সভাপতি নারী কাউন্সিলর আয়েশা রহমান, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর শাখার সভাপতি মুক্তা পীযূষ, ব্র্যাক চাঁদপুরের প্রতিনিধি জিয়াউর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম অফিসার এসএম তানভীর রশিদ।
সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর শ্রম ও অবদানকে জাতীয় অর্থনীতিতে মূল্যায়নের উদ্যোগ নিয়েছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের নারী সমাজকে এগিয়ে যেতে হবে। তিনি দিবসটি উপলক্ষে বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা জানান।
জেলা প্রশাসক বলেন, নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন এবং নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতিবছর দিনটি পালিত হয়। নারীর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকেও নানাবিধ উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।