প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:০০
সুজিত রায় নন্দী দুদিনের সফরে আজ চাঁদপুর আসছেন
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতী সন্তান জননেতা সুজিত রায় নন্দী দুদিনের সফরে আজ চাঁদপুর আসছেন। তিনি আজ ৮ মার্চ শুক্রবার সকাল ৮টায় নৌপথে রওয়ানা হয়ে সকাল সাড়ে ১১টায় চাঁদপুরে পৌঁছবেন। বিকেল ৩টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় কুমুড়ুয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। সভাপতিত্ব করবেন সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আঃ হান্নান মিয়াজি। পরদিন ৯ মার্চ শনিবার সকালে ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। উদ্বোধন করবেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলেজের প্রধান উপদেষ্টা মোঃ শাহনেওয়াজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কলেজ গভর্নিং বডির অন্য সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়াও তিনি দিনব্যাপী রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।