প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:০০
চাঁদপুর প্রেসক্লাব সভাপতির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত’র পিতা মোঃ হাবিব উল্লাহ বেপারীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি গতকাল ৭ মার্চ বৃহস্পতিবার ভোর ৫টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
গতকাল বাদ আছর ফরিদগঞ্জ উপজেলার ফকির বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তিনি ওই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন এবং ছারছীনা দরবার শরীফের একজন মুরিদ ছিলেন। জানাজায় চাঁদপুর প্রেসক্লাবের উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার অনেক মুসল্লি অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। জানাজার পূর্বে মরহুমের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে মোঃ মজিবুর রহমান ও ছোট ছেলে শাহাদাত হোসেন শান্ত। তার মৃত্যুতে চাঁদপুর শহরসহ নিজ গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে।
মোঃ হাবিব উল্লাহ মৃত্যুকালে স্ত্রী ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের মাগফেরাত কামনায় ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের ৭ মার্চের ভাষণ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে দোয়া করা হয়।
তার বড় ছেলে অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী, দ্বিতীয় ছেলে এলাকায় ব্যবসায়ী, তৃতীয় ছেলে চাঁদপুর জজ কোর্টের আইনজীবী এবং চতুর্থ ছেলে চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি।