শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০০:০০

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার ॥
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের নেতা এমরান হোসেন সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম সালাউদ্দীন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঝন্টু দাস, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মল্লিক, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মাওলানা মোঃ হাসান বেপারী, জেলা রিকশা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম মোল্লা, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাজমা আলম প্রমুখ।

এদিকে আজ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সকাল ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করা হবে। কর্মসূচি সফল করার জন্য দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের যথা সময়ে সমাবেত হওয়ার জন্যে এবং বিকেল ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্যে অনুরোধ জানিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান বাবুল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়