শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০০:০০

চাঁদপুর পৌর মেয়রের পিতার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর পৌর মেয়রের পিতার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের বাবা, সাবেক ব্যাংকার ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লুৎফুর রহমান (৯৫)-এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এদিন মরহুমের মাগফেরাত কামনায় কোরআন খতম, মিলাদ ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। ৫ মার্চ মঙ্গলবার বাদ আছর পৌর ১৩নং ওয়ার্ডের রহমানিয়া জামে মসজিদে এ মিলাদ অনুষ্ঠিত হয়। এছাড়া চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা কোরআন খতমে অংশ নেন। আলেমণ্ডওলামা, রাজনীতিক, সামাজিক, সুশীল সমাজের নেতৃবৃন্দকে কবর জিয়ারতে অংশ নিতে দেখা গেছে।

দোয়া মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি ও চেয়ারম্যান ঘাটা বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার। মিলাদণ্ডকিয়াম পরিচালনা করেন চাঁদপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ জুবায়ের। মোনাজাতের পূর্বে মরহুম লুৎফুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ, রহমানিয়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাসান আলী ভূঁইয়া প্রমুখ। উপস্থিত ছিলেন মরহুমের ছেলে, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম, অ্যাডঃ মোঃ কবির হোসেন চৌধুরী, বিএনপির নেতা আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, রাহমানিয়া জামে মসজিদের খতিব মাওঃ মোঃ ইব্রাহীম চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, আলহাজ্ব লুৎফুর রহমান ২০২৩ সালের ৫ মার্চ রোববার ভোরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। রাজধানীতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওইদিন জানাজা শেষে মসজিদের পাশেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন তিনি রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়