শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে সার বিতরণ অব্যাহত

ভ্রাম্যমাণ প্রতিনিধি ॥
ফরিদগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে সার বিতরণ অব্যাহত

মার্কেটটাইল ব্যাংক পিএলসি ফরিদগঞ্জ শাখার বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে সার বিতরণ অব্যাহত রয়েছে। সোমবারও ফরিদগঞ্জের বিভিন্ন ইউনিয়নে কৃষকদের মাঝে এ সার বিতরণ করা হয়। মার্কেলটাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এমএ হান্নানের উদ্যোগে তার অনুপস্থিতিতে কৃষকদের মাঝে এ সার বিতরণ করেন মার্কেন্টাইল ব্যাংক ফরিদগঞ্জ শাখার এভিপি ও শাখা প্রধান মোঃ মুরাদ হোসেন চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির অন্যতম সদস্য বিশিষ্ট সার্জারি চিকিৎসক ডাঃ আবুল কালাম আজাদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১১নং চরদুঃখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাসির আহমেদ (সাবেক চেয়ারম্যান), ১২নং চরদুঃখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শাহাজাহান মাস্টার, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক পাটোয়ারী, ১২নং চর দুঃখিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান দিপু, উপজেলা যুবদলের সদস্য সুমন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুসহ বিএনপিও বিএনপি'র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই দিন উপজেলার ১১নং চর দুঃখিয়া ইউনিয়নের আলোনিয়া হাই স্কুল মাঠ ও ১২নং চর দুঃখিয়া ইউনিয়নে নতুন রামপুর বাজারসহ কয়েকটি পয়েন্টে এ সার বিতরণ করা হয় এবং আগামী কয়েকদিন আলহাজ্ব এম এ হান্নানের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকৃত কৃষকদের মাঝে সার বিতরণ অব্যাহত থাকবে।

জানা যায়, এ বছর পুরো উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকদের ব্যবহারের জন্য যা সারের প্রয়োজন ছিলো তার ৫০% সার হান্নান সাহেবের উদ্যোগে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়