প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০০:০০
পুলিশের জালে ৯ জেলে
চাঁদপুর মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে ৯ জেলেকে গ্রেফতার করেছে চাঁদপুর নৌ-থানা পুলিশ। গত ৩ মার্চ রাত সাড়ে ১০টায় মিনি কক্সবাজার নামক স্থান হতে দ্বীন ইসলাম (২৪) (পিতা মোঃ নাসির শেখ, মাতা নাজমা বেগম), মোঃ ইসমাইল শেখ (২৮) (পিতা মোঃ তোফাজ্জল শেখ, মাতা রওশন আরা বেগম), মোঃ সুজন শেখ (২২) (পিতা ইব্রাহিম শেখ, মাতা মনোয়ারা বেগম), মোঃ মকবুল হোসেন (২৭) (পিতা অলি উকিল, মাতা মনোয়ারা বেগম), ইব্রাহিম শেখ (৩২) (পিতা মৃত ইউনুস শেখ, মাতা পেয়ারা বেগম), সোবহান শেখ (১৯) (পিতা হানিফ শেখ, মাতা তয়েমুন নেছা), মোঃ নাসির মিয়া (২৮) (পিতা মোঃ মজিদ হাওলাদার, মাতা সাহেদা বেগম), মোঃ কালু খাঁ (২৩) (পিতা মৃত ফগু খাঁ, মাতা হেলেনা বেগম), সোহাগ ঢালী (১৯) (পিতা মোঃ জাহাঙ্গীর ঢালী, মাতা ফাতেমা বেগম) সর্ব সাং চর মুকন্দী, ৪নং ওয়ার্ড, ১১নং ইব্রাহিমপুর ইউপি, থানা : চাঁদপুর সদর, জেলা : চাঁদপুর-কে গ্রেফতার করা হয়। আসামীদের হেফাজত হতে ২৭০০ মিটার কারেন্ট জাল ও ৩টি ইঞ্জিনচালিত পুরাতন কাঠের তৈরি জেলে নৌকা, ১০৪ কেজি জাটকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত ৯ আসামির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনের ৩টি নিয়মিত মামলা রুজু করা হয়।
জব্দকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয় এবং ৩টি ইঞ্জিনচালিত পুরাতন কাঠের তৈরি জেলে নৌকা নৌ থানা হেফাজতে রাখা হয়েছে। চাঁদপুর নৌ থানা পুলিশের এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়।