শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০০:০০

ক্রাউন সিমেন্ট এবং মেসার্স মোশারফ হোসাইন এক্সক্লুসিভ ডিলারের বাৎসরিক পুনর্মিলনী ও ব্যবসায়িক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥
ক্রাউন সিমেন্ট এবং মেসার্স মোশারফ হোসাইন এক্সক্লুসিভ ডিলারের বাৎসরিক পুনর্মিলনী ও ব্যবসায়িক মতবিনিময় সভা

চাঁদপুরে ক্রাউন সিমেন্ট এবং মেসার্স মোশারফ হোসাইন এক্সক্লুসিভ ডিলারের বাৎসরিক পুনর্মিলনী ও ব্যবসায়িক মতবিনিময় সভা-২০২৪ আনন্দ উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ সোমবার বর্ণিল আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠান সদর উপজেলার শাহতলী ফাইভ স্টার পার্কে অনুষ্ঠিত হয়।

ক্রাউন সিমেন্ট সেরা বিক্রেতা টপ টেনসহ অন্য ক্যাটাগরিতে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা ক্রেস্ট প্রদান এবং পুরস্কৃত করা হয়।

এছাড়া আকর্ষণীয় র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো উপস্থিত সবার কাছে বেশ উপভোগ্য। দুপুরের খাবার পরিবেশন করা হয় বুফে। ফুচকা, চটপটি, জিলাপি, চা-কফিতো ছিলই।

টপ টেন, সেরাদের সেরা ও র‌্যাফেল ড্র পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রাউন সিমেন্ট পিএলসির জিএম মশিউর রহমান রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএম মনিরুজ্জামান মুরাদ, জিপিএইচর ম্যানেজার মাজেদুর রহমান।

পুরস্কার বিতরণসহ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রাউন সিমেন্টের চাঁদপুর জেলার এক্সক্লুসিভ ডিলার মেসার্স মোশারফ হোসাইন-এর কর্ণধার আলহাজ্ব মোশারফ হোসাইন। তাঁর সাথে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক নাইমা মোশারফ ও ছেলে ঐশ্বর্য।

আমন্ত্রিত অতিথিবৃন্দসহ ক্রাউন সিমেন্ট ও জিএইচপি রড বিক্রেতা ব্যবসায়ীবৃন্দ এবং পরিবারের সদস্যগণ ও ক্রাউন সিমেন্টের চাঁদপুর জেলার এক্সক্লুসিভ ডিলার মেসার্স মোশারফ হোসাইন প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়