প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০০:০০
ঢাকার বেইলি রোড ট্র্যাজেডি
চাঁদপুরের মিনহাজের দাফন সম্পন্ন
ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে পুড়ে নিহত চাঁদপুরের কেএম মিনহাজ উদ্দিনের (২৬) মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে তার মরদেহ শনাক্ত করেন স্বজনরা।
২ মার্চ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মিনহাজের মরদেহ হস্তান্তর করা হয়। নিহতের বড় ভাই আমিনুল ইসলাম খান সেটি বুঝে নেন। শনিবার মিনহাজ ও অন্য দুজনের মরদেহের ময়না তদন্ত করা হয়। মিনহাজের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলায়। তিনি রাজধানীর সবুজবাগ বাসাবো খেলার মাঠ এলাকায় বসবাস করতেন। কারওয়ান বাজারে প্রাইটিসিস কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। তিন ভাইয়ের মধ্যে মিনহাজ ছোট। ঘটনার দিন তিনি গ্রিন কোজি কটেজ ভবনে অবস্থিত একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন।
নিহত মিনহাজ উদ্দিনকে ইসলামপুর গাছতলা গ্রামে তাঁর নানার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।