শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০০:০০

২৪ ঘন্টায় রহস্যজনক অগ্নিকাণ্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ উপজেলার একটি সমৃদ্ধ বাজারে ২৪ ঘন্টার ব্যবধানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর বাজারে ৩ মার্চ রোববার মধ্যবাজারের বৈশাখী হোটেল ও পূর্ব বাজারের একটি মুরগীর খামার বিক্রয় কেন্দ্র আগুনে পুড়ে যায়। এর আগে ২ মার্চ শনিবার রাতে পূর্ব বাজারের একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ৪ মার্চ সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, ৩ মার্চ রোববার গভীর রাতে বিরামপুর বাজারের মধ্য বাজারের লোকমান পাটওয়ারীর বৈশাখী হোটেল নামে একটি রেস্টুরেন্ট এবং পূর্ব বাজারে বাচ্চু মিয়া তপাদারের পোল্ট্রি খামার ও বিক্রয় কেন্দ্রটি আগুনে পুড়ে যায়। এতে হোটেলের অন্তত ১০ লাখ টাকার মালামাল এবং পোল্ট্রি ফার্মের অন্তত ২ লাখ টাকার মুরগী ও মালামাল পুড়ে যায়। এর আগে ২ মার্চ শনিবার রাতে পূর্ব বাজারের চন্দন নামে এক ফার্নিচার ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানের ৩ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে যায়।

কয়েকজন ব্যবসায়ী বলেন, এক রাতে এক বাজারে দুটি দোকানে আগুনের ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। সামনে পবিত্র মাহে রমজান এবং পরবর্তীতে ঈদ উপলক্ষে আমরা মালামাল দোকানে তোলার বিষয়ে সাহস পাচ্ছি না। বিশেষ করে হোটেল এবং ফার্নিচারের দোকানে যেভাবে আগুন লেগেছে তা রহস্যজনক।

স্থানীয় ব্যবসায়ী সুমন আহমেদ জানান, আগুনের ঘটনাটি রহস্যজনক। এক রাতে অন্তত ৩শ’ মিটার দূরের দুটি প্রতিষ্ঠানে কিভাবে আগুন লাগলো। হোটেলটির পিছন দিক থেকে আগুন লেগেছে। একই বাজারে পূর্ব দিন একটি ফার্নিচারের দোকান পুড়ে যায়। এছাড়া কিছুদিন পূর্বে একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়নি। স্থানীয় লোকজন নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সংবাদ পেয়ে ৪ মার্চ সোমবার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি ফরিদগঞ্জে একের পর এক রহস্যজনক আগুনের ঘটনা তদন্তে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়