প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন সিজিএম
চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আলম সিদ্দীক। ৩ মার্চ রোববার বিকেলে জেলা জজ আদালত প্রাঙ্গণের সামনের মাঠে তিনি বেশ কিছু বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করেন। এগুলো হল ক্রিসমাস, বেগুনের চারাসহ বিভিন্ন জাতের গাছ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদ আলম, কার্তিক চন্দ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময় কুমার, শফিকুল ইসলাম, নাজমুল হাসান, উম্মা বিবিসহ কর্মকতা-কর্মচারীরা।