শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০০:০০

চাঁদপুর নিউনেশন কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কোমলমতি শিশুদের যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে

-----নূরুল ইসলাম নাজিম দেওয়ান

স্টাফ রিপোর্টার ॥
কোমলমতি শিশুদের যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে

চাঁদপুর পুরাণবাজারস্থ মমিনবাগ আবাসিক এলাকায় স্থাপিত ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নিউনেশন কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ মার্চ শনিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নূরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি কোমলমতি শিশুদের দেশের যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে উল্লেখ করে বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাদেরকে যদি আমরা শৈশব থেকেই সুশিক্ষা ও দেশপ্রেম সম্পর্কে অবহিত করতে না পারি, তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হবো। শিশুদের মন মানসিকতা নরম মাটির মতো, আমরা যেভাবে তাদেরকে গড়ে তুলবো তারা সেইভাবেই গড়ে উঠবে। তাই ওদের লেখাপড়ার প্রতি উদাসীন হলে হবে না। ওরা যাতে শৈশব থেকেই ভালো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়াসহ খেলাধুলায় পারদর্শী হতে পারে সেদিকে নজর দিতে হবে। তিনি নিউনেশনের শিক্ষা ব্যবস্থা ও সুশৃঙ্খল পরিবেশের জন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মোঃ হারুনুর রশিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এবং বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাদবিন ফাহাদ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। স্বাগত বক্তব্য রাখেন নিউ নেশন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সদস্য সচিব শিক্ষানুরাগী শেখ মোঃ হারুনুর রশিদ। চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য মুকবুল আহমেদ মিয়াজীর সভাপ্রধানে ও বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক রেজাউল করিম বিপ্লবের সঞ্চালনায় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মহিলা কাউন্সিলর খালেদা খানম, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আঃ বাতেন মিয়াজী, মোঃ সাঈদ আনোয়ার, মোঃ খোকন বেপারী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আমিনুল হক খোকন, আব্দুল কাদের মাল, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোর্শেদ আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আব্বাস খান, মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, মিরাজ হোসেন মুন্সি, অভিভাবক সদস্য মোঃ কালাম মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান প্রথম শ্রেণীর ছাত্রী মিফতাহুল জান্নাত। অতিথিদের সম্মান জানিয়ে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। দ্বিতীয় অধিবেশনে বিকেলে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়