শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০০:০০

দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্কের অগ্রযাত্রা পর্ব সম্পন্ন

সত্যানুসন্ধানে বিতর্ক করতে হবে

----অধ্যক্ষ প্রফেসর বিলকিস আজিজ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
সত্যানুসন্ধানে বিতর্ক করতে হবে

পাবনা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও দৈনিক চাঁদপুর কণ্ঠের উপদেষ্টা সম্পাদক প্রফেসর বিলকিস আজিজ বলেছেন, জীবনের সাথে বিতর্ক জড়িত। বিতর্ক সাধারণ দৃষ্টিতে দুপ্রকার। একটি হচ্ছে কূট বিতর্ক, আর অন্যটি সুবিতর্ক। টেলিভিশন চ্যানেলে আমরা প্রায়শই কূট বিতর্ক দেখে থাকি। তবে জীবনের জন্যে করতে হবে সুবিতর্ক। সর্বোপরি সত্য অনুসন্ধানের জন্যে বিতর্ক করতে হবে। তিনি গতকাল (২ মার্চ ২০২৪) শনিবার মধ্যাহ্নে চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নূরুর রহমান কনফারেন্স হলে দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা ২০২০ (বাস্তবায়ন ২০২৩-২০২৪)-এর অগ্রযাত্রা (প্রি-কোয়ার্টার ফাইনাল) পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমন বক্তব্য রাখেন।

দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশারের সভাপ্রধানে এবং চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ) চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিকেডিএফ সভাপতি ও চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। বিচারকদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ জাকির হোসেন। মঞ্চে উপবিষ্ট ছিলেন আরেক বিচারক বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুক্তা পীযূষ।

গতকাল সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া অগ্রযাত্রা পর্বে ১০টি মাধ্যমিক বিদ্যালয় দল অংশ নেয় এবং বিজয়ী হয় পাঁচটি দল। বিচারক হিসেবে আরো দায়িত্ব পালন করেন চাঁদপুর বিতর্ক একাডেমির অধ্যক্ষ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি এএইচএম আহসানউল্লাহ ও মোঃ মাসুদুর রহমান। মডারেটর ছিলেন সিকেডিএফের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ও সিকেডিএফ চাঁদপুর সদরের সাংগঠনিক সম্পাদক কাজী আজিজুল হাকিম নাহিন।

প্রাপ্ত নম্বরসহ বিজয়ী দলগুলো হচ্ছে : মেহার উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি (২৪৫.৫), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুর ক্যাম্পাস (২২৮), সুহিলপুর উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ (২১৪.৫), বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ, চাঁদপুর সদর (২১৪.৫) ও হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর (২০৮.৫)। এই দলগুলো আগামী ৯ মার্চ শনিবার জয়যাত্রা (কোয়ার্টার ফাইনাল) পর্বে লড়বে। এছাড়া বিজিত হয়েও আরো তিনটি দল ভালো নম্বর প্রাপ্তির ভিত্তিতে এই পর্বে লড়ার যোগ্যতা অর্জন করেছে। দলগুলো হচ্ছে : বলাখাল চন্দ্রবান বালিকা

উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ (২২৭.৫), শাহরাস্তি ন্যাশনাল ভিক্টোরী স্কুল এন্ড কলেজ (২০৬.৫) ও লুধুয়া হাই স্কুল এন্ড কলেজ (২০৬)। এছাড়া ৭২টি মাধ্যমিক স্কুল দলের মধ্যে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ নবম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাবুরহাট শাখা দশম হয়ে পুরস্কার প্রাপ্তির যোগ্যতা অর্জন করেছে।

উল্লেখ্য, এই প্রতিযোগিতার জয়ধ্বনি (সেমি-ফাইনাল) পর্ব আগামী ১১ মে শনিবার এবং উল্লাস (ফাইনাল) পর্ব ৮ জুন শনিবার অনুষ্ঠিত হবে। এবার পাঁচটি ফরম্যাটে (সনাতনী ধারায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ এবং ইংরেজি-৪টি, আর সংসদীয় ধারায় ১টি) জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ পুরস্কারসহ অন্যান্য পুরস্কার প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়