শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০০:০০

চাঁদপুরে জাতীয় বীমা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

বীমার প্রতি গ্রাহকের আস্থা এবং বিশ্বাস ধরে রাখতে হবে

--------অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা

অনলাইন ডেস্ক
বীমার প্রতি গ্রাহকের আস্থা এবং বিশ্বাস ধরে রাখতে হবে

‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে জাতীয় বীমা দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১ মার্চ শুক্রবার সকালে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এএসএম মোসা।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ইন্স্যুরেন্সে সেলফ করার যে পলিসি রয়েছে সেটি আরো স্মার্ট করার সময় এসেছে। এ ক্ষেত্রে পত্রিকা, ফেসবুকে বিজ্ঞাপন দেয়াসহ প্রচার প্রচারণা বাড়াতে হবে। যেভাবে কাজ করলে বীমার অগ্রগতি এবং মানুষ উপকৃত হবে সেভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, অনেক সময় অভিযোগ শোনা যায় একজন গ্রাহক ইন্স্যুরেন্সে এক বছরের অধিক সময় মেয়াদ শেষ হওয়ার পরেও তারা তাদের সঞ্চিত টাকা পায় না। আপনারা অনেকেই গ্রাহকের সে বিষয়টি রক্ষা করতে পারেননি। সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। যে বীমার ম্যানেজমেন্ট ভালো আপনারা সে বীমায় কাজ করুন। যারা নিয়ম রক্ষা করতে পারে না এবং গ্রাহকদের রাখা আমানত সময় মতো দিতে পারে না। আপনারা সেসব ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করবেন না।

তিনি বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে অনেকেরই বীমা আছে। আর বীমার কারণে তারা খুব দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন। তেমনিভাবে আমাদেরকেও কাজ করতে হবে।

তিনি আরো ববলেন, একটি বীমা কোম্পানির মূল চালিকা শক্তি হচ্ছে গ্রাহক। কারণ গ্রাহক না থাকলে আপনাদের বীমার কোনো মূল্য নেই। নিজেদের সেই চালিকা শক্তি ধরে রাখতে হলে বীমার প্রতি গ্রাহকের আস্থা এবং বিশ্বাস ধরে রাখতে হবে। একই সাথে আমাদের নীতি নৈতিকতার উন্নতি করতে হবে। তা না হলে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারবো না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার সহকারী কমিশনার নিগার সুলতানা।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ ইবাদুল ইসলাম ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স চাঁদপুর-এর অফিস ইনচার্জ নূরে আলম জুয়েলের পরিচালনায় এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স চাঁদপুর অফিস ইনচার্জ খুরশিদ আলম হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে আরো বক্তব্য রাখেন/উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের অফিস ইনচার্জ জামিল হোসেন পাটওয়ারী, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অফিস ইনচার্জ দেলোয়ার হোসেন উজ্জ্বল, মেট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অফিস ইনচার্জ মোঃ ছদরউদ্দিন ও মাকসুদুর রহমান, ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের গণ-গ্রামীণ বীমার জোন অপারেশন সেন্টার (জক)-এর প্রধান কেএম লোকমান হোসেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের অফিস ইনচার্জ তাজুল ইসলাম, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের জিএম মোঃ দেলোয়ার হোসেন উজ্জ্বল, পিআই মোঃ নূর-ই আলম জুয়েল, অফিস ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অফিস ইনচার্জ কবির হোসেনসহ অন্যান্য ইন্সুরেন্স কোম্পানির প্রতিনিধিগণ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন চিশতিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।

চাঁদপুরে বীমা দিবস আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্সরেন্স কোম্পানি লিমিটেড।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়