প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০০:০০
সাবেক পোস্টমাস্টার সামছুদ্দোহার ইন্তেকাল
চাঁদপুর নতুনবাজার ও পুরাণবাজার পোস্ট অফিসের জনপ্রিয় পোস্ট মাস্টার মোঃ সামছুদ্দোহা (নান্নু) শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের নিবেদিতপ্রাণ একজন মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধের পর সনদ বা কোনো সুযোগ-সুবিধা গ্রহণে তার আকাঙ্ক্ষা দেখা যায়নি। তিনি খুব সাধারণ জীবনযাপনসহ ছেলে-মেয়েদের লেখাপড়া করিয়ে গেছেন। শুক্রবার বাদ জুমা ‘শাহী জামে মসজিদ’ প্রাঙ্গণে (পুরাণবাজার, লোহারপুল) জানাজা শেষে মসজিদের পাশেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন শাহী মসজিদের খতিব মুফতি মাওলানা শাফায়াত আহমেদ। সামছুদ্দোহা (নান্নু) চাকুরি জীবন শেষে বার্ধক্যজনিত কারণে পুরাণবাজার নিজ বাসভবনে (মতি সল্ট বেপারী বাড়ি) দীর্ঘদিন শয্যাশায়ী থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও আমেরিকা প্রবাসী একমাত্র জীবিত ছোট ভাই মোঃ বদরুদ্দোজা (ফারুক) ও অসংখ্য আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সামছুদ্দোহা (নান্নু) ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। ইসলামের ইতিহাস বিভাগে এমএ পাস করে তিনি চাকুরিতে যোগদান করেন। তিনি একুশে টিভি ও বাংলাদেশ প্রতিদিন চাঁদপুর প্রতিনিধি সাংবাদিক নেয়ামত হোসেনের মামাতো ভাই। তার সহকর্মী, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের নিকট তিনি একজন পরিচ্ছন্ন, সজ্জন ও অতিথিপরায়ণ হিসেবে বেশ পরিচিত ছিলেন। কখনো কেউ রাগ হলেও তিনি তা হাসিমুখে বরণ করে নিতেন এবং আত্মীয়-স্বজনদের যে কেউ অসুস্থ ও বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়াতেন। তিনি শয্যাশায়ী থাকাকালে তার স্ত্রী সর্বোচ্চ দিয়ে সেবা করে গেছেন।