শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০

কোড়ালিয়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জিল্লুর রহমান জুয়েল

সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকের ভূমিকা সবচেয়ে বেশি

স্টাফ রিপোর্টার ॥
সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকের ভূমিকা সবচেয়ে বেশি

চাঁদপুর শহরের কোড়ালিয়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল ২৯ ফেব্রুয়ারি বুধবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি তাঁর বক্তব্যে বলেন, সকল অভিভাবকই চান তার সন্তান লেখাপড়ায় সফলতা অর্জন করুক। লেখাপড়াতেই কেবল সফলতা অর্জন করলে হবে না, সফলতা অর্জন করতে হলে অবশ্যই ভালো মানুষ হতে হবে। তাই প্রতিটি অভিভাবকের উচিত সন্তানদের প্রতি বিশেষ দৃষ্টি রাখা। সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকের ভূমিকা সবচেয়ে বেশি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, আমাদের এই দেশটাকে ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে। শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে যাঁদের আত্মত্যাগে আমরা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে লেখাপড়ায় সফলতা অর্জনের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর-রশিদ পাটওয়ারী।

মমতাজ উদ্দিন পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সমাজসেবক আব্দুল আজিজ মিয়াজী, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, পৌর শিক্ষা কমিটির আহ্বায়ক খালেদা রহমান, পৌর শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া বেপারী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, সমাজসেবক সফর উদ্দিন মাস্টার ও বিশিষ্ট ব্যবসায়ী নূরে আলম ভূঁইয়া।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগমসহ শিক্ষকম-লী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়