প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০
বিয়ের এক সপ্তাহ ব্যবধানে প্রবাসী যুবকের মৃত্যু
হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়ন ভিঙ্গুলিয়া গ্রামের সৌদি প্রবাসী নববিবাহিত মোঃ সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবকের বিয়ের এক সপ্তাহের মধ্যে মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি...রাজিউন)।
২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফজরের আজানের পর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন বলে জানিয়েছে তার পরিবার।
নিহত মোঃ সাদ্দাম হোসেনের বাবা মোঃ গণি গাজি জানান, আমার ছেলে গত ১৫ দিন আগে সৌদি আরব থেকে ২ বছর পর দেশে আসে। পারিবারিকভাবে আমরা গত বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাটে তার বিবাহ সম্পন্ন করি। খোদাতালা তার মৃত্যু কবুল করেছেন, তাই চিরবিদায় নিয়ে আমাদের মাঝ থেকে চলে গেছে।
সাদ্দাম হোসেনের এমন মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।