প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০
পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শিক্ষার্থীদের সুশিক্ষা গ্রহণের পাশাপাশি দেশপ্রেমিক হতে হবে
------জাহাঙ্গীর আখন্দ সেলিম
উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের ব্যাপক উপস্থিতিতে চাঁদপুর পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি বুধবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠান জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম।
তিনি বলেন, খেলাধুলা শিক্ষারই একটি অবিচ্ছেদ্য অঙ্গ। দেহ, মন, শরীর, স্বাস্থ্য সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভালো খেলোয়াড় দেশের জন্যে এক অমূল্য সম্পদ। অনেকেই আজ ক্রীড়া নৈপুণ্যতার কারণে সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছেন।
তিনি শিক্ষার্থীদের সফলতা কামনা করে আরো বলেন, জীবনে শিক্ষা অর্জনই যেনো একমাত্র লক্ষ্য না হয়। লক্ষ্য হতে হবে আমি ভালো মানুষ হবো। তোমরা সুশিক্ষা গ্রহণের পাশাপাশি দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে, তোমাদের কাছে আমরা এই প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন, অনেক রক্ত আর প্রাণের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। এই দেশের উন্নয়নে তোমরা কাজ করবে এমন মানসিকতা নিয়ে তোমরা নিজেদের স্বপ্নপূরণে এগিয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, পুরানবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য তমাল কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন সূত্রধর, কল্পনা রাণী চক্রবর্তী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জয়শ্রী রাণী দত্ত, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সংগঠক জাকারিয়া ভূঁইয়া বতু, শিক্ষক হিরেন্দ্র কুমার দেবনাথ, কার্তিক সরকার প্রমুখ।
অতিথিদের সম্মানে বিদ্যালয়ের গার্লস্ গাইড সদস্যগণ কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীগণ মনোজ্ঞ নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণসহ প্রতিযোগী বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।