শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০

তথ্য প্রতিমন্ত্রীর জীবনবৃত্তান্ত

পীযূষ কান্তি বড়ুয়া ॥
তথ্য প্রতিমন্ত্রীর জীবনবৃত্তান্ত

অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের রাজশাহী জেলায় ২ মে উনিশশো বাহাত্তর সালে জন্মগ্রহণ করেন। তাঁর মায়ের নাম হাবিবুন নিসা এবং বাবার নাম মোহাম্মদ সেতাব উদ্দিন। বাবা ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক।

অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা, উন্নত বাজার ব্যবস্থাপনা, কৌশলগত ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর অধীনে স্কুল অব বিজনেসে গত এক দশকেরও অধিক সময় ধরে অধ্যাপনা করে আসছেন। সম্প্রতি তিনি কানাডিয়ান বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর স্কুল অব বিজনেস-এ ফ্যাকাল্টি মেম্বার ও প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন। তাঁর আগ্রহের অন্যান্য বিষয়ের মধ্যে ক্ষুদ্র ব্যবসা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সম্পর্ক, মূলধন, যোগাযোগ, নীতি নির্ধারণ ইত্যাদি বিষয় উল্লেখযোগ্য।

তিনি ঢাকাভিত্তিক অলাভজনক সামাজিক সচেতনতামূলক সংগঠন ‘সুচিন্তা ফাউন্ডেশন’-এর চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেছেন। এই ফাউন্ডেশন অন্যান্য কর্মযজ্ঞের মধ্যে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে দারিদ্র্য বিমোচন বিষয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে।

অধ্যাপক আরাফাত ঢাকা-১৭ নির্বাচনী আসন হতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য। তিনি গত কয়েক বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের একজন অমূল্য রিসোর্স পার্সন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, বিশেষত দলের বিদেশ নীতি ও রাজনৈতিক বার্তার বিষয়টি যখন মুখ্য হয়ে দাঁড়ায়।

অধ্যাপক আরাফাত ওকলাহামা স্টেট ইউনিভার্সিটি এবং টেক্সাসের প্রেইরি ভিউ এ এন্ড এম বিশ্ববিদ্যালয় হতে উচ্চতর বিজনেস ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশের মধ্যরাতের টক শো'র জগতে এক অতি পরিচিত কণ্ঠস্বর এবং তাঁর তীক্ষè বুদ্ধিমত্তা ও যৌক্তিক তর্কের জন্যে তিনি খ্যাতিমান। তিনি ফেসবুক, টুইটার এবং ইউটিউব প্রভৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনপ্রিয় মুখ। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের পক্ষে প্রচারণায় তিনি তাঁর মত ও অবস্থানে আপোষহীন, যা বাংলাদেশের লাখো তরুণের কাছে তাঁকে প্রিয় করে তুলেছে।

তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ, ট্রানজিট এবং কানেক্টিভিটি, বিদ্যুৎ খাতের জন্য উপযুক্ত নীতি, যুদ্ধাপরাধের বিচার, বাংলাদেশে রাজনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে অনেক নিবন্ধ লিখেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়