শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০

১১ মার্চ জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন চাঁদপুরে

ইলিশসহ সবধরনের মাছ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা শুরু আজ

মিজানুর রহমান ॥
ইলিশসহ সবধরনের মাছ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা শুরু আজ

দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্যে আজ ১ মার্চ থেকে শুরু করে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ২ মাস দেশের ৬ জেলার ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এ নিষেধাজ্ঞার আওতায় চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশসহ সবধরনের মাছ ধরা বন্ধ থাকবে। সে সুবাদে পহেলা মার্চ থেকে নদীতে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ অভিযান, চলবে এপ্রিলের শেষ পর্যন্ত। এ সময় ইলিশ অভায়াশ্রম এলাকার নদ-নদীতে জাটকা ছাড়াও অন্য সকল ধরনের মাছ আহরণ, মজুদ, পরিবহন ক্রয় ও বিক্রয় বন্ধ থাকবে।

এরই মধ্যে সাগর উপকূলীয় এলাকা থেকে চাঁদপুরের অনেক জেলে নৌকা ও ট্রলার ঘাটে ফিরে এসেছে। আর কর্মহীন জেলেদের দুর্ভোগ কমাতে সরকারি সহায়তা বাড়ানোর দাবি জেলেদের।

জেলেরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিশেহারা দরিদ্র মানুষ। এর মধ্যে দীর্ঘ সময় কর্মহীন থাকায় নানা সংকটে পড়তে হয় তাদের। তাই অভিযানের শুরুতেই এনজিও’র কিস্তি বন্ধ রাখার দাবি তাদের। তবে এবার জাটকা রক্ষা কর্মসূচি সফল করার লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে সরকারি সহায়তা চাল বিতরণ আগেই শুরু করা হয়েছে।

কেন্দ্রীয় মৎস্যজীবী সমিতি চাঁদপুরের সাধারণ সম্পাদক তছলিম বেপারী ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি শাহআলম মল্লিক বলেন, বিগত বছরের চেয়ে এবার জেলেরা বেশি কষ্টে থাকবে। একদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি। তার মধ্যে রমজান ও ঈদ থাকবে নিষেধাজ্ঞার মধ্যে। তাই জেলেদের জন্যে বরাদ্দের খাদ্য সহায়তা সময়মত বিতরণ এবং আর্থিক সহায়তার দাবি জানান তারা। এছাড়া এনজিওর ঋণের কিস্তি বন্ধ রাখার জন্যেও তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান জানিয়েছেন, আর ধরবো না জাটকাণ্ডইলিশ খাবো টাটকা, যাঁরা ধরে জাটকা তাদের ধরে আটকা’ প্রতিপাদ্যে পুরো দুই মাস চাঁদপুরের নদীতে সুষ্ঠু ও সফলভাবে অভিযান পরিচালিত হবে। জাটকা নিধনে জেলেদের নিরুৎসাহিত করতে সবার সহযোগিতা নিয়ে সবাই মিলে অভিযানের শেষ পর্যন্ত কাজ করবো আমরা।

তিনি বলেন, জাটকা রক্ষায় আমাদের অভিযান হবে বিস্তৃত পরিসরে। জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির ২০২৪-এর সভায় তিনি এসব কথা বলেন।

জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ এই সময়ে মাছ ধরলে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

তিনি আরো বলেন, অভয়াশ্রম সংশ্লিষ্ট চাঁদপুর জেলায় ৫২ হাজার জেলের মধ্যে নিবন্ধিত জেলে ৪৩ হাজার। ফেব্রুয়ারি মাস থেকেই আমরা জেলেদের ভিজিএফ চাল দেয়া শুরু করেছি। এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্যে নদীতে মৎস্য বিভাগ, উপজেলা-জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। ইনশাল্লাহ আমরা সফল হবো।

চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আগামী দুই মাস জাটকা রক্ষায় অভয়াশ্রম বাস্তবায়নে নৌপুলিশ কঠোর অবস্থানে থাকবে। দিনে-রাতে ছয়টি করে ১২টি পুলিশের টহল দল কাজ করবে। এছাড়াও আমরা হাইমচর এলাকায় ভ্রাম্যমাণ পুলিশ ফাঁড়ি করে টহল আরো জোরদার করবো।

সরকার ঘোষিত ৫টি অভয়াশ্রম হচ্ছে : চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার এলাকা; ভোলার মনপুরা/চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার এলাকা; ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকা; শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা এবং চাঁদপুরের মতলব উপজেলার মধ্যে অবস্থিত পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকা এবং বরিশালের হিজলা, মেহেন্দীগঞ্জ ও বরিশাল সদর উপজেলার কালাবদর, গজারিয়া ও মেঘনা নদীর প্রায় ৮২ কিলোমিটার এলাকা।

চাঁদপুরের জেলেরা জানিয়েছেন, বেকারত্বের এই দুই মাসে পরিবার নিয়ে কীভাবে দিন কাটবে তা নিয়ে চিন্তার ভাঁজ সবার কপালে। প্রতি বছরের মতো এবারও যেন অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে না হয় সেই আকুতি জেলে পরিবারগুলোর।

দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণের জেলেদেরকে সচেতন করার জন্যে নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিংসহ সকল ধরণের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ।

এদিকে, ‘ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’-এ স্লোগানকে প্রতিপাদ্য করে দুইমাসের নিষেধাজ্ঞা আরোপের মধ্যে আগামী ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪’ উদযাপন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান। তিনি বলে, প্রতি বছরের ন্যায় এবছরও জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১১ মার্চ জাতীয় পর্যায়ের জাটকা রক্ষা কর্মসূচির প্রোগ্রাম হবে চাঁদপুরে। ওইদিন এখানকার বড়স্টেশন মাছঘাট সংলগ্ন মোলহেডে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪-এর উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়