শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে কর্মব্যস্ত দিন অতিবাহিত

সাধারণ জনগণ যেনো সেবা পেতে কোনো প্রকার হয়রানির শিকার না হয়

-----------------------জেলা প্রশাসক কামরুল হাসান

কামরুজ্জামান টুট্লু ॥
সাধারণ জনগণ যেনো সেবা পেতে কোনো প্রকার হয়রানির শিকার না হয়

হাজীগঞ্জে দিনভর কর্মব্যস্ত দিন অতিবাহিত করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। গতকাল ২৮ ফেব্রুয়ারি বুধবার সকালে তিনি হাজীগঞ্জে পৌঁছেন। এরপর তিনি হাজীগঞ্জ পৌরসভা, উপজেলা ভূমি অফিস, হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। হাজীগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শনকালে পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলকেও ফুলেল শুভেচ্ছা জানান পৌরসভার অন্য সকল কাউন্সিলর ও কর্মকর্তা। পরে জেলা প্রশাসক পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্যানেল মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

দুপুর ১২টায় জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শনে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। এ সময় ভূমি অফিসের কানুনগো মোঃ মিলাদ হোসেন, সার্ভেয়ার মোঃ আবুল কালাম, নাজির ইব্রাহিম খলিলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে অনলাইন কার্যক্রম, রেকর্ড, খারিজ ও খতিয়ানসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, সাধারণ জনগণ যেনো সেবা পেতে কোনো প্রকার হয়রানির শিকার না হয়। পরে তিনি ভূমি অফিস সংলগ্ন বিশ্রামাগার পরিদর্শন করেন।

বেলা ১টার দিকে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় ইউপি চেয়ারম্যান একেএম মজিবুর রহমানসহ ইউপি সদস্যবৃন্দ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি ইউনিয়ন পরিষদের জন্মণ্ডমৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, ইউনিয়ন পরিষদের ট্যাক্সসহ বিভিন্ন নাগরিক সেবা প্রসঙ্গে জানতে চান। পাশাপাশি স্থানীয় সরকারের কার্যক্রমে যেনো জনগণ সন্তুষ্ট থাকে সে ব্যাপারে জনপ্রতিনিধিদের আরও বেশি কাজ করার তাগিদ দেন এবং কর্মকর্তাদের ট্যাক্স আদায়ের নির্দেশনা দেন।

দিনভর জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নিগার সুলাতানা, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌঃ মোঃ জাকির হোসেনসহ অন্য সরকারি কর্মকর্তাগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়