প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জানাজায় হাজার হাজার মুসল্লির অংশগ্রহণ
সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ বেপারীর জানাজা ও দাফন সম্পন্ন
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ (সাবেক সাখুয়া ইউনিয়ন পরিষদ)-এর সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজ বেপারীর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় বহরিয়া বাজার ও স্কুল মাঠসহ আশপাশের রাস্তায় হাজার হাজার মানুষের ঢল নামে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জোহর বহরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বহরিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওঃ খাজা আহমদ।
নামাজে জানাজার পূর্বে শোকাহত জনতার উদ্দেশ্যে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, এই ইউনিয়নের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ হামিদ মাস্টার, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, মরহুমের আত্মীয় ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম।
চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন প্রমুখ।
এছাড়া পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমের একমাত্র মেয়ের জামাতা মোঃ মমিন বেপারী। জানাজায় আওয়ামী লীগ নেতা ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, অ্যাডঃ জসিম উদ্দীন পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আজহার উদ্দিন মিয়া, আঃ কাদির বেপারী, হযরত আলী ঢালী, শরিফ উদ্দিন আহমেদ পলাশ, কাজী মোঃ ইব্রাহিম জুয়েল, ব্যবসায়ী আলহাজ্ব আবুল কালাম জমাদার, যুবদলের মানিকুর রহমান মানিক, ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজি, ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, ছাত্রদল নেতা জিয়াউর রহমান সোহাগসহ বিশিষ্টজন, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের অন্যান্য নেতৃবৃন্দ, মরহুমের সকল পর্যায়ের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং দল-মত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া আলেমণ্ডওলামাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনপ্রিয় সাবেক এই চেয়ারম্যান মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত দশটার সময় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অগণিত আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জানাজার নামাজে ও দাফনে চাঁদপুরের বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব মোঃ হাফেজ বেপারী সাখুয়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন। তিনি চাঁদপুর জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতিও ছিলেন। চাঁদপুরের একজন সকল মৎস্য চাষী হিসেবে হাফেজ বেপারীর বেশ সুনাম রয়েছে। তিনি ছিলেন বহরিয়া মৎস্য হ্যাচারীর স্বত্বাধিকারী এবং বড়স্টেশন পান পাতার ক্যারিং কন্ট্রাক্টর। মৎস্য চাষে এবং হ্যাচারিতে রেণু উৎপাদনে সাফল্যের স্বীকৃতিস্বরূপ জাতীয় পুরস্কার লাভ করেন তিনি।
হাফেজ বেপারী এলাকার সর্বমহলের কাছে পরিচিত একজন জননন্দিত মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে এবং বিভিন্ন মহল শোক প্রকাশ করেন।
আলহাজ্ব মোঃ হাফেজ বেপারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আলহাজ্ব বেলায়েত হোসেন মাঝি, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য ও লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ সুমন আহমেদ ভূঁঞা।
নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।