শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মতলবে দুই শিক্ষার্থী বহিষ্কার ও পাঁচ শিক্ষককে অব্যাহতি

মতলব দক্ষিণ সংবাদদাতা ॥
মতলবে দুই শিক্ষার্থী বহিষ্কার ও পাঁচ শিক্ষককে অব্যাহতি

মতলব দক্ষিণ উপজেলার (মতলব-২) ঘিলাতলী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও পাঁচ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা। গতকাল ২৮ ফেব্রুয়ারি বুধবার দাখিল পরীক্ষার হাদিস শরীফ বিষয়ে পরীক্ষা চলাকালে বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে প্রকাশ, পরীক্ষা চলাকালীন ওই কেন্দ্রে পরিদর্শনকালে কেন্দ্রের বাহির থেকে আসা কাগজ দেখে দুই শিক্ষার্থী লিখছিলেন। বিষয়টি দেখেও দুই কক্ষের দায়িত্বরত পাঁচ শিক্ষক কোনো ব্যবস্থাগ্রহণ করেননি বলে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। এরা হলেন উপাদী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল হোসেন ও লামচরী উচ্চ বিদ্যালয়ের অমলেন্দু গোলদার, সালেহ আহমেদ, দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম ও ধনারপাড় দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ রাসেল মিয়া।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলো নন্দীখোলা ফাজিল মাদ্রাসার মোঃ সাহেদ মিয়া ও কালিকাপুর দাখিল মাদ্রাসার জিসান মুন্সি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, চলতি দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও পাঁচ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়