প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আজ চাঁদপুর আসছেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি আজ ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুদিনের সফরে চাঁদপুর আসছেন। তিনি আজ রাত ১২টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিতপূর্বক রাত্রিযাপন করবেন। পরদিন ১ মার্চ শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য চাঁদপুর প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগদান করবেন। পরে সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশ্য চাঁদপুর ত্যাগ করবেন।