শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিককে বিদায় সংবর্ধনা

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিককে বিদায় সংবর্ধনা

হাজীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিককে বিদায় সংবর্ধনা দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে পৃথকভাবে তাঁকে বদলিজনিত এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনার শুরুতেই সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিলন, মোঃ মানিক হোসেন প্রধানীয়া, মোঃ মজিবুর রহমান মজিব, মোঃ ইউসুফ প্রধানীয়া সুমন, মোঃ নুরুল আমিন হেলাল, মোঃ মোস্তফা কামাল মজুমদার, মোঃ গিয়াস উদ্দিন বাচ্চু, একেএম মজিবুর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেনসহ ইউপি সদস্যরা।

এরপর উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, এনায়েত মজুমদার, মোহাম্মদ হাবীব উল্যাহ্, হুমায়ুন কবির, মোঃ জাহাঙ্গীর হোসেন, রিয়াজ শাওন, মোহাম্মদ উল্যাহ্ বুলবুল, জহির হোসেন, মোশারফ হোসেন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক বলেন, এই (হাজীগঞ্জ) উপজেলার মানুষ খুবই আন্তরিক এবং রাজনৈতিক পরিবেশও ভালো। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মহোদয় আমাকে যেসব নির্দেশনা দিয়েছেন সেভাবে আমার দাপ্তরিক কাজগুলো করেছি। আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, তার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

উল্লেখ্য, ২০২২ সালে ২১ মার্চ হাজীগঞ্জে যোগদান করেন মোঃ মেহেদী হাসান মানিক। প্রায় দুই বছর সময়ে তিনি তাঁর দায়িত্ব পালনকালে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনাম কুড়িয়েছেন। তিনি জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়