শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

বাকিলা শিশু মেলা কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া

কামরুজ্জামান টুটুল ॥
বাকিলা শিশু মেলা কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া

হাজীগঞ্জের বাকিলা শিশু মেলা কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বাকিলা বাজারস্থ বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মজুমদার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিলন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বলাই চন্দ্র দে’র সভাপ্রধানে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোস্তফা কামাল মজমুদার, বোরখাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান লিটন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রকিবুল ইসলাম রকিব, যুবধারা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির চেয়ারম্যান জুলহাস মিয়া।

স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল আহসান নয়নের সঞ্চালনে স্কুলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য আবুল বাশার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি ধর, বিদ্যালয় অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ। বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ সময় স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য সদস্য শ্যামল কান্তি দাস, মাহাবুব পাটওয়ারী, শরীফুল ইসলাম মিয়াজী, খোরশেদ আলম, সুব্রত রায় চৌধুরী, তোফায়েল আহমেদ, বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহিম খান রনিসহ অন্যান্য অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়