প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বাবুরহাট কলেজে ডিগ্রি কোর্স খোলার লক্ষ্যে অধ্যক্ষের সঙ্গে মতবিনিময়
বাবুরহাট ডিগ্রি কোর্স খোলার লক্ষ্যে ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল চারটায় বাবুরহাট কলেজ ক্যাম্পাসে কলেজ অধ্যক্ষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসাইন বলেন, একশত পঁচিশ বছরের শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি পর্যায়ে পড়ে থাকা বাংলাদেশে বিরল। বিশেষ করে হাইস্কুলটি সরকারিকরণ না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। ডিগ্রি কোর্স খোলার জন্যে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান।
উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হাফিজ খান, শহীদ উল্লাহ খান, সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত শহীদ উল্লাহ মাস্টারের সহধর্মিণী সুরাইয়া আক্তার, ব্যবস্থাপনা পরিষদের সদস্য জাফর আহম্মদ, সেলিম খান, শেখ সালমান, শাহলম মজুমদার, গোলাম সরোয়ার রূপন ও মাসুদ পালোয়ান। আরো উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র জসিম উদ্দিন খলিফা, আরশাদ মজুমদার, মামুন সরকার, মোখলেছুর রহমান ভূঁইয়া, মাঈনুল ইসলাম মমিন, রফিকুল ইসলাম, কামাল আহম্মদ, খোরশেদ আলম, অমর কৃষ্ণ শীল, আবদুর রহমান মাল ও কাঁকন খান।
উল্লেখ, বাবুরহাট কলেজে ডিগ্রি কোর্স খোলার জন্যে করোনার পূর্বেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অগ্রসর হয়েছিলো। করোনা পরবর্তী সকল কার্যক্রম থমকে যায়। ইতিমধ্যে স্থানীয় একাধিক দৈনিকে কবি ও লেখক মোখলেছুর রহমান ভূঁইয়ার ‘বাবুরহাট কলেজে ডিগ্রি ও অনার্স কোর্স চাই’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে ধারাবাহিক মতবিনিময় সভা করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থী পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং সচেতন নাগরিক সমাজের সমন্বয়ে মতবিনিময় সভা হয়। সেই ধারাবাহিকতায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসাইনের সাথে মতবিনিময়ের আয়োজন করা হয়।