প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক
জাফর ইকবাল স্বপন নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে ফরিদগঞ্জ পুলিশ। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালি থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন শনিবার দুপুরে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
জানা গেছে, জাফর ইকবাল স্বপনের বিরুদ্ধে বিগত ২০২২ সনে সিআর-৭৯৬/২২ মামলা হয়। এই মামলায় চলতি বছরের জানুয়ারি মাসে চাঁদপুরের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৫ বছরের সাজা প্রদান করে। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে ফরিদগঞ্জ থানার এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার পূর্ব বড়ালি থেকে তাকে আটক করে। এরপর গতকাল শনিবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে। সে উক্ত গ্রামের মোহাম্মদ আলী ভূঁইয়ার ছেলে।