শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

পশ্চিম বিষ্ণুদী পৌর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে

-------মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল

স্টাফ রিপোর্টার ॥
শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে

পশ্চিম বিষ্ণুদী পৌর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

তিনি তাঁর বক্তব্যে বলেন, এলাকার শিক্ষার মানোন্নয়নে এই বিদ্যালয়টির সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে। তাই যার যার অবস্থান থেকে সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিনে সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। স্বাধীনতার সঠিক ইতিহাস আমাদের সন্তানদের জানাতে হবে। পড়ালেখার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। কারণ একটা সময় আমাদের এই শিক্ষার্থীরাই দেশের নেতৃত্ব দিবে।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাজালাল হোসাইন রাজু।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কিবরিয়া আলমগীর অরিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সমাজসেবক আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, চাঁদপুর পৌরসভার শিক্ষা কমিটির আহ্বায়ক খালেদা রহমান, কাউন্সিলর চাঁন মিয়া মাঝি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা পারভীন লাকী প্রমুখ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজের পরিচালনায় খুদে শিক্ষার্থীদের দুটি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশিত হয়।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়