শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

উদীচীর দ্বাদশ জাতীয় গণসংগীত উৎসব ও গণসংগীত প্রতিযোগিতা সম্পন্ন

অনলাইন ডেস্ক
উদীচীর দ্বাদশ জাতীয় গণসংগীত উৎসব ও গণসংগীত প্রতিযোগিতা সম্পন্ন

‘কণ্ঠ ছেড়ে গান ধরেছি’ শ্লোগানকে ধারণ করে চাঁদপুর জেলা উদীচীর দ্বাদশ জাতীয় গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভা ও উৎসবের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক কৃষ্ণা সাহা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা শাখার সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কণ্ঠশিল্পী মৃণাল সরকার ও উদীচী হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানাউল্লাহ পাটোয়ারী সোহেল। সভায় আরো বক্তব্য রাখেন উদীচীর সম্পাদকম-লীর সদস্য জাফর আহমেদ ও সংগীত বিষয়ক সম্পাদক প্রশিকা সরকার।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করতে ও মুক্তমনা মানুষ সৃষ্টি করতে উদীচীর মত সংগঠনকে আমাদের শক্তিশালী করতে হবে। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, সাংস্কৃতিক অঙ্গনে যে অপসংস্কৃতি বিরাজমান সেই অপসংস্কৃতি দূর করতে উদীচীকেই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণা সাহা, মৃণাল সরকার ও সংগঠনের সংগীত বিষয়ক সম্পাদক প্রশিকা সরকার।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মৈত্রী দত্ত ও সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর পাটোয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়