শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ প্রেসক্লাবের ফ্যামিলি ডে ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জ প্রেসক্লাবের ফ্যামিলি ডে ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ফরিদগঞ্জে বরেণ্য সাংবাদিকদের প্রতিষ্ঠিত সংগঠন ঐতিহ্যবাহী ‘ফরিদগঞ্জ প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২৪ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী আনন্দঘন পরিবেশে পৌর এলাকার পূর্ব বড়ালী গ্রামের সমাজসেবক ও শিক্ষানূরাগী শাহজাহান কবিরের প্রতিষ্ঠিত কবির বহুমুখী প্রজেক্ট-এর বাংলো বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের পরিচালনায় দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রেসক্লাবের গণমাধ্যম কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য হয়ে উঠে উপভোগ্য। সাংবাদিক, পরিবার, শিশু ও অতিথিদের অংশগ্রহণে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রতিযোগী ও র‌্যাফেল ড্রয়ের আকর্ষণীয় পুরস্কার জিতে নেন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ। সান্ত¡না পুরস্কার জিতে নেন সাংবাদিক পরিবারের অন্যান্য সদস্য।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ সারোয়ার হোসেন ও আবদুস সামাদকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথিরা।

সারাদিনের আনন্দমুখর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, ঐতিহ্যবাহী রূপসা জমিদার পরিবারের সদস্য সৈয়দ মেহেদী হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির আজম রেজা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি মোঃ ফরিদ আহমেদ রিপন, রোটারী ক্লাব ফরিদগঞ্জের সভাপতি মোঃ কামরুল ইসলাম সাউদ প্রমুখ।

সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়