প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়
দেড়শ’ শিক্ষার্থীকে বই উপহার দিলেন সেই রাধা বাবু
হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য রাধা কান্ত দাস রাজু। পেশায় মৎস্য ব্যবসায়ী। বাড়ি হাজীগঞ্জ পৌরসভার ধেররায়। মৎস্য ব্যবসায়ী হয়ে মানুষের যে কোনো সমস্যায় এগিয়ে আসেন তিনি। সমাজের সর্বস্তরের সকল ধর্মের সবাইকে সমানভাবে তিনি সহযোগিতা করে থাকেন। তবে এবারের সহযোগিতা একেবারে ব্যতিক্রম।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিনি তার বিদ্যালয়ের দেড়শ’ শিক্ষার্থীকে নিজ খরচে উপহার দিয়েছেন দামী লেখকদের দামী সব বই। পাঠ্য বইয়ের বাইরে গিয়ে জ্ঞান অর্জনের জন্যে তার এই প্রচেষ্টা।
গত ২১ ফেব্রুয়ারি তিনি বিদ্যালয় হলরুমে কোনো আয়োজন ছাড়া এ সকল বই এক এক করে ৬ষ্ঠ শ্রেণি থেকে শুরু করে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপেজলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক মুরাদ। অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি জাকির হোসাইন, শাহদাত হোসেন, শিবানী রাণী আইচ, অভিভাবক সদস্য মাহবুবুর রহমান, রেখা আক্তার, সিনিয়র শিক্ষক শঙ্কর কুমার পাল, নূরে হাসনা প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন।
উল্লেখ্য, রাধাকান্ত দাস রাজু গরিব, মেধাবী আর দুঃস্থ শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফরম পূরণে, গাইড বইসহ প্রয়োজনীয় বই কিনে দেয়া, স্কুল ড্রেস তৈরি করে দেয়া, স্কুল ব্যাগ কিনে দেয়া, স্কুলের বকেয়া বেতন পরিশোধ করে দেয়া, এমনকি পারিবারিকভাবে আর্থিক সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়ার কাজটি দীর্ঘদিন করে করে আসছেন। এ নিয়ে দৈনিক চাঁদপুর কণ্ঠে একটি ফিচার প্রকাশ হয়েছে গত বছর।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রাধা কান্ত দাস রাজু তা প্রচার না করার অনুরোধ জানিয়ে বলেন, এটা আমার সামাজিক দায়বোধ বলে মনে করি, প্রচারের জন্যে করি না।