প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জেলা পর্যায়ে জাতীয় রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হলেন বীথি বর্মন
জাতীয় রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় চাঁদপুর জেলা পর্যায়ে সাধারণ বিভাগে প্রথম মানে প্রথমস্থান অধিকার করেছেন চাঁদপুর শহরের পুরাণবাজারের মেয়ে বীথি বর্মন। গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন ১৪৩০-এর জেলা পর্যায়ে অংশ নিয়ে বীথি বর্মন এই সাফল্য অর্জন করেন। পরবর্তী পর্যায়ে সে কেন্দ্রীয়ভাবে রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বীথি বর্মন পুরাণবাজার রাধা মুরারি মোহন জিউড় মন্দিরের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সহদেব বর্মনের কন্যা। তার মা রিংকু রাণী বর্মন একজন সুগৃহিণী। ৩ বোনের মধ্যে সে দ্বিতীয়। সে সকলের আশীর্বাদ ও দোয়া প্রার্থী।