শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মতলব উত্তরে কৃষি ব্যাংকের সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার

মাহবুব আলম লাভলু ॥
মতলব উত্তরে কৃষি ব্যাংকের সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার

মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ড শাহাদাত (২৪) নামের যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে গজরা গ্রামের আব্দুস সামাদের একমাত্র ছেলে। গত ২৫ ফেব্রুয়ারি রোববার সকালে গজরা বাজারের কৃষি ব্যাংক ভবনের ছাদের পিলারের সাথে বাঁধা অবস্থায় তার লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। শনিবার রাতের কোনো সময় এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।

সরজমিনে জানা যায়, সিকিউরিটি গার্ড শাহাদাতের লাশ ব্যাংক ভবনের ছাদে খুঁটির সাথে বাঁধা অবস্থায় পাওয়া যায়। পরে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল করে এবং ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করে।

নিহত শাহাদাতের মা জানান, আমার ছেলে কৃষি ব্যাংকে সিকিউরিটি গার্ডের কাজ করতো। অন্যান্য দিনের মতো শনিবার রাতেও ডিউটি করতে যায়। রোববার ভোরে ছেলে বাসায় না যাওয়ায় তাকে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। তাই সন্দেহ হয়। পরে ব্যাংকে এসে দেখি তালা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। পরে জানতে পারলাম, ব্যাংক ভবনের ছাদে বিদ্যুতের খুঁটির সাথে তার দিয়ে বেঁধে রেখে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আমি সুষ্ঠু বিচার চাই।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। লাশের গলায় আঘাতের চিহ্ন (রশির দাগ) পাওয়া গেছে। সুরতহাল করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। খুব দ্রুত সময়েই দোষীদের বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়