শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চান্দ্রায় এশায়াতের কেন্দ্রীয় মুবাল্লিগ সম্মেলন ও সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ॥
চান্দ্রায় এশায়াতের কেন্দ্রীয় মুবাল্লিগ সম্মেলন ও সংবর্ধনা

চাঁদপুরে কেন্দ্রীয় মুবাল্লিগ সম্মেলনে সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা চান্দ্রা দরবার শরীফ প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন ভারতের রিয়াসাতে রামপুরের পীর সাহেব হযরতুল আল্লামাহ মোঃ আরিক উল্লাহ খান নকশবন্দী।

সম্মেলনে সভাপতিত্ব করেন চান্দ্রা দরবার শরীফের পীর আমিরে আলা পীরে তরিকত হযরতুল আল্লামাহ ড. এস এম হুজ্জাতুল্লাহ নকশবন্দী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উদ্বোধক ভারতের রামপুরের পীর সাহেব আল্লামাহ মোঃ আতিক উল্লাহ খান।

বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ খলিলুর রহমান, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হযরত আলী বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মরহুম মোজাম্মেল হোসেনের পুত্র ইমরোজ হোসেন জিহাদ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী ও মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল লতিফ তফাদার, সৌদি আরব এশায়াত কমিটির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন বেপারী, নুরুল হায়দার সংগ্রাম, মেজবাহ মাল, ফিরোজ আলম সাইফি, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল জমাদার, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা অলিউল্লাহ, ফরিদগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার খান, মাওলানা কবির ওসমানী, ডাক্তার জাহাঙ্গীর আলম, মেরাজ আহমেদ চোকদার প্রমুখ। এ সময় দরবার শরীফের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়